হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে
রাঙামাটিতে জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
সমাবেশে পাহাড়ি-বাঙালি সাম্প্রদায়িক ঘটনায় যারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় নিয়ে আসা, জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামরা স্থাপন, সম্প্রতি রক্ষায় কমিটি গঠন, সম্প্রতি সমাবেশ, নতুন করে আইন শৃঙ্খলা কমিটি গঠন, ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়ে সকলকে অবহিত করা, জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সভা- সমাবেশ নিষিদ্ধ, বনরূপা এলাকায় সেনাক্যাম্প স্থাপনের সিন্ধান্ত গৃহীত হয়।
সমাবেশে আরও বলা হয়, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রুজু হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি হত্যাকাণ্ডের শিকার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা প্রদানের সিন্ধান্ত নেওয়া হয়।
বিকেল তিনটায় শুরু হওয়া এ বৈঠক চলে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত।
সমাবেশে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট জেনালের মো. এরশাদ হোসেন চৌধুরী, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমির আব্দুল আলিম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।