parbattanews

হত্যাকারীদের গ্রেফতারে ও নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মাটিরাঙায় বাঙালি ছাত্র পরিষদের মানববন্ধন 

Khagrachari Pic 01 (5) copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

ভাড়ায় মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলাম ও শান্ত হত্যাকারীদের গ্রেফতার, পাহাড়ি সন্ত্রাসীগুলোর অব্যাহত চাঁদাবাজি, প্রত্যাহারকৃত সকল নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পুন:স্থাপন ও নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙায় মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

শনিবার সকালে তবলছড়ি চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি  আব্দুল মজিদ, সহ-সভাপতি ইব্রাহিম মনির, খাগড়াছড়ি জেলা সভাপতি লোকমান হোসেন, মাটিরাঙা উপজেলা শাখার রবিউল ইসলাম ও পৌর কমিটির মো. জয়নাল আবেদীন।

এ মানববন্ধন থেকে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হলে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়।

প্রসঙ্গত, অভিযোগ রয়েছে, গত ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাড়ায় মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামকে  (২৩) দুই উপজাতি মহালছড়ি বাসস্ট্যান্ড থেকে রাঙ্গামাটির ঘিলাছড়ির উদ্দেশ্যে ভাড়া করে নিয়ে যাওয়ার পর  ছাদিকুল ইসলাম নিঁখোজ হন। তিনদিন  পর ১৩ এপ্রিল বিকালে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি এলাকায়  ছাদিকুল ইসলামের ক্ষতবিক্ষত লাশ মাটি চাপা দেওয়া অবস্থায়  পাওয়া যায়।

Exit mobile version