হরতালের আগে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে আগুন

 ডেস্ক নিউজ

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের আগে সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুর, ধানমণ্ডি ও বনানীতে তিনটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক গণমাধ্যমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আসাদ গেট সংলগ্ন মোহাম্মদপুর প্রিপাইরেটরি স্কুলের সামনে ৩/৪ জন যুবক মিডওয়ে পরিবহনের একটি বাসে উঠে পেছনের সিটে আগুন দেয়। পরে স্থানীয় লোকজন ও বাস কর্মচারীরা ফায়ার সার্ভিস পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক  করতে পারেনি।  

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ধানমণ্ডি ২ নম্বর এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। ধানমণ্ডি থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই  নজরুল ইসলাম জানান, হরতাল সমর্থনকারী কয়েকজন মিলে পার্কিং করা প্রাইভেটকারের পেছনে আগুন দিয়ে লোকজন দ্রুত নিভিয়ে ফেলে। এদিকে দুপুর পৌঁনে ১টার দিকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ পোস্ট অফিস গলি থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল একটি মিছিল নিয়ে বনানী সুপার মার্কেট যায়।

এসময় তারা একটি প্রাইভেটকারে আগুন দেয় ও চারটি ককটেল বিস্ফোরণ করে। পুলিশ আসার আগেই তারা ঘটনাস্থল থেকে সরে যায়। এ ঘটনার পর রাজধানীর কয়েকটি রোডে যানবাহন কমে যায়৤ তবে প্রেসক্লাব এলাকায় সাংবাদিক মহাসমাবেশ থাকার কারণে এই এলাকায় সৃষ্টি হয়েছে প্রবল যানজট৤

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন