হাঙ্গেরিকে হারিয়ে ইউরোতে সুইজারল্যান্ডের শুভ সূচনা

fec-image

ইউরো চ্যাম্পিয়নশিপের এই আসরের ডার্ক হর্স হাঙ্গেরির বিপক্ষে দাপট দেখালো সুইজারল্যান্ড। ৮৬ বছর পর মেজর টুর্নামেন্টে দুই দলের দেখায় পাত্তা পেলো না হাঙ্গেরি। শনিবার কোলোনে স্টেডিয়ামে ৩-১ গোলে তাদেরকে হারিয়েছে সুইজারল্যান্ড।

১৯৩৮ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে হাঙ্গেরির কাছে হেরেছিল সুইজারল্যান্ড। প্রায় ৯ দশক পর বড় টুর্নামেন্টের দেখায় এবার তারা হাসলো শেষ হাসি।

১২ মিনিটে মাইকেল অ্যাবিশখারের ডিফেন্স চেড়া পাসে একেবারে গোলমুখের সামনে থেকে লক্ষ্যভেদ করেন কোয়াদো দুয়াহ। অফসাইডের বাঁশি সুইসদের উদযাপনে বাধ সাধে। কিন্তু ভিএআরে সিদ্ধান্ত বাতিল হলে ১-০ গোলে এগিয়ে যায় দলটি।

দুয়াহর মতোই প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পান অ্যাবিশখার। হাফটাইমের ঠিক আগে দুর্দান্ত বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান তিনি।

বিরতির পর গোলশোধে মরিয়া হয়ে ওঠে হাঙ্গেরি। ইতালিয়ান কোচ মার্কো রসির অধীনে বাছাইয়ে মুগ্ধ করা দলটি ৬৬ মিনিটের গোলে প্রাণ ফিরে পায়। ডোমিনিক সোবোসলাইয়েল বাঁকানো ক্রসে হেড করেন বারনাবাস ভার্গা।

হাঙ্গেরির চাপ সামলে ম্যাচ একেবারে নিজেদের করে নেয় সুইজারল্যান্ড। পাঁচ মিনিটের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে হাঙ্গেরির রক্ষণের ভুলে ব্রিল এম্বোলো জালে বল জড়ান।

‘এ’ গ্রুপে আগের দিন জার্মানি ৫-১ গোলে হারায় স্কটল্যান্ডকে। সুইজারল্যান্ডও তাদের সমান ৩ পয়েন্ট পেলো।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ফুটবল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন