হাজারেরও বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

fec-image

চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে এক হাজারেরও বেশি ভারতীয় দেশে ফিরেছেন বা তাদের যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। খবর বিবিসির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল বলেন, এদের মধ্যে প্রায় ৬২ শতাংশ বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরেছেন। তবে কী কারণে তারা ফেরত এসেছেন বা কোন প্রক্রিয়ায়, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন, ভারত অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তই নেবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র একটি সামরিক ফ্লাইটে শতাধিক ভারতীয় নাগরিককে ফেরত পাঠায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, তাদের মধ্যে কয়েকজনকে হাত-পা বেঁধে দেশে পাঠানো হয়েছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, অভিবাসন ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। তিনি আরও বলেন, আমরা কোনো নাগরিককে ফেরত নেওয়ার আগে তার জাতীয়তা যাচাই করি।

যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিককে শনাক্ত করেছে, যাদের তারা অবৈধভাবে প্রবেশকারী বলে মনে করে।

চলতি মাসের শুরুতে ভারতে যুক্তরাষ্ট্র দূতাবাস সতর্ক করে জানায়, যারা বৈধ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, কিন্তু নির্ধারিত সময়ের বেশি সেখানে অবস্থান করছেন, তাদের দেশ থেকে বহিষ্কার বা আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ট্রাম্প প্রশাসন শিক্ষার্থীদের ভিসা নিয়ে যেসব নতুন নীতিমালা এনেছে, তা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পরিকল্পনায় থাকা বহু ভারতীয় শিক্ষার্থীর ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ভারত, যুক্তরাষ্ট্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন