ঈদগাঁওতে শিবিরের সাবেক ও বর্তমানদের মিলন মেলায় কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান

‘হাজারো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে ঐক্য গড়ে তুলতে হবে’

fec-image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আল্লাহর এই জমিনে মানবতার কল্যাণ সাধনে দ্বীনের চূড়ান্ত বিজয় নিশ্চিত করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের শপথ নিতে হবে। তাহলেই সম্ভব হবে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করা।

তিনি বলেন, বিগত ১৬ বছর বাংলাদেশের নাগরিকরা নাগরিকের জীবন নিয়ে বসবাস করতে পারেনি। দেশের মানুষকে গোলামির জীবন পার করতে হয়েছে। তারই ধারাবাহিকতায় দেশ বিরোধী ষড়যন্ত্র থেমে নেই। একে একে ষড়যন্ত্র করে দেশ এবং ইসলাম ও ইসলামী তাহজীব তামাদ্দুনকে নস্যাৎ করার পায়তারা চলছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে ইসলামী আন্দোলনের কর্মীদের সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ছাত্রজীবনে পথহারা হাজারো শিক্ষার্থীদের আলোর দিশা দেখিয়েছিলেন ইসলামী ছাত্রশিবির। দায়িত্ব পালনকালে ছাত্রজীবনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের গতি যেমন ছিল; আজ কর্মজীবনে এসেও সেই গতি ফিরিয়ে আনতে হবে। তার জন্য চূড়ান্ত শপথ গ্রহণ করতে হবে।

আজ যুবকদের নেতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামী ছাত্রশিবিরই অনন্য ভূমিকা রেখেছে। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে শিবিরের ছেলেরা নেতৃত্ব দিচ্ছে। সেটি দ্বীনকে বিজয়ী করার জন্য একটি আশাব্যঞ্জক সংবাদ। তাই যে কাফেলার হাত ধরে আমরা জান্নাতের পথ ধরেছি; সেই কাফেলা থেকে নিজেকে দূরে রাখা কোন অবকাশ নেই।

শনিবার (১৯ অক্টোবর) দিনব্যাপী ঈদগাঁও উপজেলা জামায়াতের উদ্যোগে ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন সাথী সদস্যদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন – কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি হাবিব উল্লাহ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা এডভোকেট সলিমুল্লাহ বাহাদুর, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, বক্তব্য রাখেন – ব্যারিস্টার সরোয়ার কামাল, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ইসলাম পুর ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসাইন, জামায়াত নেতা সৈয়দুল আলম হেলালী, শ্রমিক নেতা অধ্যাপক ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা সাংবাদিক নেতা মমতাজ উদ্দিন বাহারী, সাবেক ছাত্রনেতা সাংবাদিকদের মধ্যে ছিলেন – বি আর হাসেমী বদরু,ঈমাম খাইর, নাছির উদ্দিন আল নোমান মিসবাহ উদ্দিন প্রমুখ।

পরে দেশের সাড়া জাগানো সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন