হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে উঠান বৈঠক

fec-image

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপড় রেঞ্জের ব্যাঙছড়ি মুসলিমপাড়া হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে উঠান বৈঠক হয়েছে। সোমবার (১৭মার্চ) বিকাল ৪টায় ব্যাঙছড়ি মুসলিমপাড়া হাতি সুরক্ষা দলর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন। প্রধান অতিথি ছিলেন রেঞ্জ কর্মকর্তা আবু কাওসার, বৈঠকে ব্যাঙছড়ি এলিফ্যান্ট রেসপন্স টিম এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল— হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে করণীয় ও হাতির আবাসস্থল রক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা। এবং প্রতিপাদ্য ছিল ‘হাতি বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে আমরা বাঁচবো’। সভায় বিশেষ অতিথি ছিলেন বড়ইছড়ি বন শুল্ক ও পরীক্ষান ফাঁড়ি স্টেশন কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন।
প্রধান অতিথি বলেন, বন্য হাতির নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং তাদের আবাসস্থল রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
বৈঠকে সভাপতি ওমর ফারুক স্বাধীন, ফরেস্ট রেঞ্জার, কাপ্তাই রেঞ্জ তার বক্তব্যে হাতি সুরক্ষা দলের কার্যক্রম ও এলিফ্যান্ট রেসপন্স টিমের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, স্থানীয় জনগণ বন্য হাতির সুরক্ষায় এবং হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠকে এলাকার ৫০জন মহিলা পুরুষ অংশ গ্রহণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন