হামজাদের খেলা দেখতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা

fec-image

ঈদের ছুটির আমেজে এই ম্যাচ ঘিরে উৎসাহী পুরো দেশ, বিশেষ করে ঢাকার ফুটবলপ্রেমীরা। মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। সমর্থকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে জানায়, ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়, তবে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে দুপুর ২টায়। অর্থাৎ যারা মাঠে খেলা দেখতে আসবেন, তাদের অপেক্ষা করতে হতে পারে প্রায় সাত ঘণ্টা।

নিরাপত্তার স্বার্থে দর্শকদের সঙ্গে ব্যাগ, পানির বোতল বা অতিরিক্ত কোনো সামগ্রী না আনার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, যাদের কাছে বৈধ টিকিট নেই, তাদের স্টেডিয়ামের আশপাশে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে। ঢাকার বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে বাফুফে।

জাল টিকিট বা টিকিট সংক্রান্ত অনিয়ম রোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এ বিষয়ে কোনো অনিয়ম পেলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্টেডিয়াম চত্বরে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

বিশেষ নির্দেশনা রয়েছে তিন নম্বর গেট দিয়ে প্রবেশকারীদের জন্য। দৈনিক বাংলা ও রাজউক মোড় থেকে দুটি পৃথক লেন থাকবে—একটি শুধু দর্শকদের হাঁটার জন্য, অন্যটি যানবাহনের চলাচলের জন্য নির্ধারিত।

দীর্ঘ সময় গ্যালারিতে অবস্থান করার কথা মাথায় রেখে খাবার বা পানীয়র বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাফুফে। তবে ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামে গান-বাজনার আয়োজন থাকবে, যা একক আন্তর্জাতিক ম্যাচে দেশের ফুটবলে এবারই প্রথম।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খেলা, হামজা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন