হারানো ৩১৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহযোগিতায় এবার হারানো ৩১৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
রোববার (০৫ মে) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে এসব ফোন তুলে দেন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মারুফ আহম্মেদ।
পুলিশ জানায়, জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা ডিটেকশনের পাশাপাশি ৩১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৩ লাখ ৮০ হাজার টাকা।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এসআই (নিরস্ত্র) মাসুদ রানাসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।