হিলট্রাক্স দেশের গুরুত্বপূর্ণ সম্পদ: পার্বত্য সচিব

fec-image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মো. মশিউর রহমান, এনডিসি বলেন, হিলট্রাক্স দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এর যথাযথ ব্যবহার করতে পারলে দেশের উন্নয়নে এ অঞ্চলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার (১১ জুন) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সাথে বোর্ডের মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, ফুড পলিটিক্স এমন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, খাবার না থাকলে কেউ খাবার দিবে না। এজন্য বর্তমান সরকার কৃষি খাতে গুরুত্ব দিচ্ছে। জমির সর্বোত্তম ব্যবহার করার তাগিদ দিচ্ছে।

সচিব মোহাম্মদ মো. মশিউর রহমান উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা রিসার্চ করেন বেশি বেশি। আপনাদের গবেষণা কর্মকর্তা আছে। টেকনোলজির ব্যবহার বাড়ান। বোর্ডের কর্মচারীদের পেনশন নিয়ে আলাদা তহবিল না হলে বোর্ডের গঠনতন্ত্রে পেনশন সংযুক্তি করতে সুপারিশ করেন সংশ্লিষ্টদের কাছে।

যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে এবং ভবিষ্যতে ট্রাফিক জ্যাম দূর করতে সচিব এসময় উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত সেতুগুলোর পরিধি আরও বড় করার জন্য অনুরোধ জানান।

বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সভাপতির বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড হলো পাহাড়ের উন্নয়নের ঠিকানা। পাহাড়ের অবকাঠমোগত উন্নয়ন এবং শিক্ষা খাতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মতবিনিময়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সার্বিক চলমান অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বৃত্তি, লোকবল নিয়োগ, আইসিটি খাতসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়।

এসময় বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য অর্থ মোহাম্মদ হারুন- অর- রশীদ, সদস্য পরিকল্পনা মো. জসিম উদ্দিনসহ বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশ নেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য সচিব, সম্পদ, হিলট্রাক্স
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন