হেফাজতকে বিএনপি জামায়াতের অবৈধ সন্তান বললেন আইন প্রতিমন্ত্রী

 হেফাজতের দিন শেষ: কামরুল

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলামকে বিএনপি জামায়াতের অবৈধ সন্তান বলে মন্তব্য করলেন আইন প্রতিমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম। তিনি বলেন, তারা একটি পরগাছা । আর পরগাছা কখনোই বেশী দিন বাঁচতে পারে না। তাদের মুত্যু অচিরেই হবে।

শুক্রবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত হেফাজতের জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াত আইএসআই এর টাকায় ও হেফাজতের কাঁধে ভর করে রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এই ষড়যন্ত্রের মাধ্যমে বেগম জিয়া ক্ষমতায় যেতে চান।

সভায় বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ বলেন , বেগম জিয়া হেফাজতের মত লুটেরাদের পাশে দাড়িয়ে প্রমাণ করেছেন তিনি মানসিক সুস্থতা হারিয়েছেন।

তিনি বলেন , আজকে বিএনপি ও হেফাজত সরকারের বিরুদ্ধে নয় রাষ্ট্র ্ও জনগনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করছেন। এর মধ্য দিয়ে তার বর্বরতা ইসরাইল এবং পাকিস্তানীদের বর্বরতাকে হার মানিয়েছে ।

এদের বিরুদ্ধে  দ্রুত প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।

ঢাকা মহানগর আ্ওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আ্ওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাড. ইউসূফ হোসেন হুমায়ূন, ঢাকা মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, কৃষক লীগের সহ সভাপতি এম এ করিম প্রমুখ ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন