parbattanews

হোম কোয়ারেন্টাইন অমান্য করায় রাঙ্গামাটিতে ২ব্যক্তিকে অর্থদণ্ড

হোম কোয়ারেন্টাইন অমান্য করায় রাঙ্গামাটিতে দুই ব্যক্তিকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সম্প্রতি ভারত ফেরত দুই ব্যক্তিকে অর্থদণ্ড করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

এসময় ১জনকে ১০ হাজার এবং আরেকজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এবিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ জানান, হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাইরে ঘোরাফেরা করছে, এমন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় ভারত ফেরত দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। তিনি আরও জানান, হোম কোয়ারেন্টাইনের নিয়ম কানুন যারা অমান্য করবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, করোনাভইরাস সংক্রমণ এড়াতে বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু বিভিন্ন স্থানে বিদেশ ফেরত প্রবাসীরা সরকারের এ নির্দেশ মানছেন না। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

Exit mobile version