parbattanews

হোম কোয়ারেন্টাইন না মানায় কক্সবাজারে ১৭ জনকে জরিমানা

হোম কোয়ারেন্টাইন না মানায় কক্সবাজারে জরিমানা করা হয়েছে ১৭ জনকে। তাদের নিকট থেকে জরিমানা আদায় করা হয় এক লক্ষ ৮২ হাজার টাকা।

গত এক সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ১৮৬০ সালের ফৌজদারী দণ্ডবিধির ২৭০ ধারায় এ জরিমানা আদায় করা হয় বলে জানা গেছে ।

দণ্ডিত সকলেই সদ্য বিদেশ ফেরত কক্সবাজারের বিভিন্ন এলাকার নাগরিক। কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সদ্য বিদেশ ফেরত ব্যক্তিরা করোনা ভাইরাস জীবাণু বহন করছেন কিনা, তা নিশ্চিত হতে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারান্টাইন (সঙ্গ নিরোধ) এ থাকতে হয়। যারা এ বিধি নিষেধ মানেনি তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন আরো বলেন, ভয়াবহ করোনা ভাইরাস জীবাণু থেকে পরিত্রাণ পেতে সরকারের একার পক্ষে সকল কার্যক্রম নিবিড়ভাবে চালানো সম্ভব নয়। এজন্য বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়েও মানবিক চেতনা নিয়ে সকলকে এগিয়ে আসতে

Exit mobile version