parbattanews

হোয়াইক্যংয়ে গৃহবধু সন্তানসহ নিখোঁজ

টেকনাফের হোয়াইক্যং বালুখালী গ্রামের সন্তানসহ এক গৃহবধুকে খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে।  খোঁজাখুঁজি অব্যাহত রেখেছে স্বামী।

১২ নভেম্বর দুপুর থেকে কহিনুর আক্তার (২১) নামের এ গৃহবধুর হদিস মিলছেনা। সে বালুখালী গ্রামের সোলতান আহমদের মেয়ে।

জানা গেছে কহিনুর আক্তারের সাথে ২০১৫ সালে একই গ্রামের হাজী কফিল আহমদের ছেলে মো. ইসমাইল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুন্দর ও সুষ্ঠুভাবে সংসার করে আসছিলো। তাদের সংসারে ৬ বছরের এক সন্তান রয়েছে। হঠাৎ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও শিশুসহ নিখোঁজ হওয়া রহস্যজনক।

স্বামী অভিযোগ করে বলেন, সকালে ব্যক্তিগত কাজে এলাকার বাইরে যাওয়া হয়। দুপুর ২টার দিকে বাড়িতে ফিরে স্ত্রী সন্তানকে খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনের বাড়ি, সম্ভাব্যস্থানে অনেক খোঁজাখুঁজি করি। পরে শ্বশুর বাড়িতে খোঁজ নিলে সেখানেও স্ত্রী সন্তানকে পাওয়া যায়নি।

তার আলমিরায় রক্ষিত ১০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ খুঁজে পাইনি বলেও জানিয়ে ইসমাইল আরও বলেন, টাকা ও স্বর্ণ নিয়ে গেলেও শিশু সন্তানটি থাকলে স্বস্তি পেতাম। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

Exit mobile version