হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অমর একুশ পালন

fec-image

বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফের আওতাধীন হোয়াইক্যং ইউনিয়ন শাখার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ভাষা শহীদদের মাগফেরাতের উদ্দেশ্যে খতমে কোরআন শেষে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি হারুনর রশিদ সিকদার নেতৃত্বে এক বিশাল র‌্যালি হোয়াইক্যংয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোয়াইক্যং কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাপতি হারুনর রশিদ সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক নবী হোসাইন, সদস্য গোলাম আকবর মেম্বার, আব্দু রহিম লালু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধুরী, এনামুল হক, ফরিদ আলম, হাজী সৈয়দ আকবর, দেলোয়ার হোসেন দিলু, আজিজুর রহমান, আব্দু শুক্কুর কোম্পানী, জালাল উদ্দিন, আব্দুল গাফ্ফার, ওয়ার্ড কমিটি সভাপতি ও সম্পাদকের মধ্যে ১ নং ওয়ার্ড সভাপতি নুরুল আমিন সিকদার।

সম্পাদক আবু তাহের, ২ নং ওয়ার্ড সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, সম্পাদক আবু তাহের, ৩নং সভাপতি শাহ আলম,সম্পাদক নুরুল ইসলাম লালু,৪ নং সভাপতি মোহাম্মদ আলম, সম্পাদক রশিদ আহমদ,৫নং সভাপতি কামাল উদ্দিন বাচু,সম্পাদক নুরুল আমিন,৬ নং সভাপতি মাস্টার আবুল হোসেন প্রমুখ।

ভাষা আন্দোলনের অন্যতম নেতা জাতির জনক শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ পুরুষ মাতৃভাষার জন্য জীবন বাজি রেখে রাজপথে লড়াই করেছিলেন।

এ সময়ে এসেই তাঁরই তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অক্লান্ত পরিশ্রমের ফলে এ ভাষাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করতে সক্ষম হন।

এ দেশের ইতিহাস ঐতিহ্য একমাত্র সংগঠন আওয়ামী লীগেরই। তাই এ দলকে টিকিয়ে রাখার জন্য ঐক্যবদ্ধ হয়ে দলকে সু সংগঠিত করার বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তারা।

এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, ভাষা দিবস, হোয়াইক্যং
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন