parbattanews

ঘুমধুমের রেজু থেকে পাচারকালে ১লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচারের সময় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে ঘুমধুমের রেজু বিজিবি। এই ঘটনায় আটক করা হয়েছে এক মাদককারবারীকে।

সোমবার (১২অক্টোবর) ভোররাতে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৪১ ও ৪২ এর ওপারে মিয়ানমারের ওয়ালিদং এলাকা। প্রায় সময় এই সীমান্ত দিয়ে উপাজতি রোহিঙ্গা ও স্থানীয় মাদককারবারীরা সুকৌশলে ইয়াবা নিয়ে আসে। সোমবার ভোররাতে রেজু আমতলী সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণ ইয়াবা ভালুকিয়া হয়ে পাচার হচ্ছে এমন সংবাদের
ভিত্তিতে অভিযান চালায় ৩৪বিজিবি নিয়ন্ত্রিত রেজু বিজিবি ক্যাম্পের সদস্যরা। এসময় কোটবাজারগামী একটি সিএনজি গাড়ি তল্লাসী করে ব্যাগ থেকে ১লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

এই ইয়াবা কারবারের ঘটনায় আটক করা হয়েছে মো: জামাল হোসেন (২১) নামে এক ব্যক্তিকে। তিনি উখিয়া চাকবৈঠা এলাকার মৃত আবুল শামার ছেলে।

এই প্রসঙ্গে কক্সবাজার ৩৪বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন-প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার প্রেক্ষিতে বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট রয়েছে। এরই ধারাবাহিকতায় ৩৪ বিজিবির রেজু বিওপি সদস্যরা ১লাখ ইয়াবা উদ্ধার করেছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

Exit mobile version