parbattanews

১লা বৈশাখ বাঁধে ঘর

র ফি ক  আ জা দ
ভাঙনপ্রবণ তীরে তারা বারবার বাঁধে ঘর,

নদীভাঙা মানুষেরা ফের গড়ে নতুন নিবাস—

খেয়ালি নদীর কাছে শিখে নেয় যা-কিছু শেখার;

প্রকৃতির খেয়াল-খুশির কাছে নতজানু নয়—

বরং জীবনবাদী মানবেরা সুদৃঢ় দাঁড়ায়!

পহেলা বৈশাখে হয় প্রত্যেকের আত্ম-উদ্বোধন :

জলোচ্ছ্বাসে, ঝড়ে, প্রায়শই, বিপর্যস্ত উপকূল!

তবুও দমে না, দ্যাখো, দুঃখজয়ী বাঙলার মানুষ

ঘর বাঁধে, প্রিয় ঘর—যে ঘরে ঘুমুবে তার নারী!

আছে দুঃখ, আছে শোক, আছে ক্লেশ, শঙ্কা, অনুতাপ—

তারা তবু দুঃখজয়ী—জেগে ওঠে পহেলা বৈশাখে;

স্মরণ-কালের থেকে বর্ষ-পরিক্রমে আত্মশুদ্ধ

জাতিসত্তা জেগে ওঠে যথারীতি নিজস্ব নিয়মে!

দৈন্য আছে, আছে দুঃখ-তাপ, শঙ্কা, ভয় নিরবধি—

তবু বৈশাখের এই শুভময় প্রথম দিবসে

উত্সবে-আনন্দে জাগে শঙ্কাহীন প্রাণ অফুরান;

জীবনের প্রতি ফের সবিস্ময়ে বিহ্বল তাকায়—

এই দিনে ঘটে তার সুগভীর আত্ম-উম্মীলন!

Exit mobile version