১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে বন্যাদুর্গতদের সহায়তা প্রদান
রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
শনিবার (২৪ আগস্ট) মগবান ইউনিয়নের বরাদম আর্মি পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সেনাপ্রধানের দিকনির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল পিএসসি সার্বিক তত্বাবধানে এ ত্রাণ বিতরণ করা হায়।
ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ১০ আর ই ব্যাটালিয়নের অপস্ অফিসার ক্যাপ্টেন বখতিয়ার আহমেদ। তিনি বলেন, ব্যাটালিয়নের পক্ষ হতে দুর্যোগকালীন সময়ে সুবিধা বঞ্চিত মানুষের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
Facebook Comment