১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে হাঁস, শেড ও ঔষধ বিতরণ

fec-image

রাঙ্গামাটি সেনা রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে হাঁস, শেড, খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সেনাপ্রধানের দিকনির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সোহেল, পিএসসি-এর তত্ত্বাবধানে বৃহস্পতিবার মগবান ইউনিয়নের আর্মি দায়িত্বপূর্ণ এলাকায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

১০ আর ই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মুনতাসীম-এ-সোবহানি শিকদার নিজে উপস্থিত থেকে দরিদ্র পরিবারের মাঝে হাঁস, শেড, খাবার এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন।

মেজর মুনতাসীম-এ-সোবহানি জানান, “দরিদ্র পরিবারের আর্থিক স্বচ্ছতা অর্জন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এটি স্থানীয় অসহায় পরিবারের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।”

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন