১০ আর.ই ব্যাটালিয়নের শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি আনন্দ র্যালি
রাঙামাটি জীবতলী আর্মি ক্যাম্প ১০ আর.ই ব্যাটালিয়নের আয়োজনে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ র্যালি করে পালিত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ব্যাটালিয়নের নানা আয়োজনে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি পালন করা হয়।
পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন ১০ আর.ই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. তাওহীদ আমিন, পিএসসি।
পরে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ক্যাম্পের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
এসময় ইউপি চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কার্বারি, নানা পেশার লোকজন র্যালিতে অংশগ্রহণ করে। পরে সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি এসময় বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ীয়ের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঘটনাপ্রবাহ: ১০ আর.ই ব্যাটালিয়ন, শান্তি চুক্তি
Facebook Comment