parbattanews

১০ দিনেও সন্ধান মেলেনি আওয়ামী লীগ নেতা মংছনি মারমা


নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংছনি মারমার সন্ধান মেলেনি গত ১০ দিনেও। গত ৩০ সেপ্টেম্বর কক্সবাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। তিনি রাজনীতির পাশাপাশি কাঠ ব্যবসায়ীও।

মংছনি মারমার স্ত্রী প্রুমী মারমা জানান, গত ৩০ সেপ্টেম্বর সকাল ৮টায় ঢাকা থেকে আসা একজন কাঠ ব্যবসায়ীর সঙ্গে বৈঠকের কথা বলে তিনি বাড়ি থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন। পথে রামুর সাদা চিন বৌদ্ধ বিহারে পূঁজা দেন।

এরপর তিনি কক্সবাজারের কলাতলী এলাকায় ওয়ার্ল্ড বিচ হোটেলে পৌঁছান সকাল ১০টা ৫০ মিনিটে। এরপর সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত তার সঙ্গে পরিবারের মোবাইলে যোগাযোগ ছিল। আবার ফোন দিলে ফোনে তিনি বলেন, ‘এক্ষুণি বাড়ি ফিরছি।’ এরপর তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে তার কোনো হদিস মিলছে না।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন জানান, মংছনি মারমার নিখোঁজ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাস্থল কক্সবাজার জেলায় হলেও নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা হিসেবে পুলিশ তার খোঁজে কাজ করছে।

Exit mobile version