১০ বছরের মধ্যে ব্রিটেন মুসলিম প্রধান দেশে পরিণত হবে
ডেস্ক নিউজ: আগামী ১০ বছরের মধ্যে ব্রিটেন মুসলিম প্রধান দেশে পরিণত হবে। দেশটিতে খ্রিস্টানদের সংখ্যা দিন দিন উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় এ অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে। ২০১১ সালের সমন্বিত এক গবেষণার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে- আগামী দশকে ব্রিটিশ খ্রিস্টানরা নিজেদেরকে একটি সংখ্যালঘু জাতি হিসেবে পরিচয় দেবে।
গবেষণার ফলাফলে আরো বলা হয়েছে- ৫৩ লাখেরও কম ব্রিটিশ এখন তাদেরকে খ্রিস্টান হিসেবে পরিচয় দেয়। গত এক দশকে ব্রিটেনে সামগ্রিকভাবে জনসংখ্যা বাড়লেও খ্রিস্টানদের সংখ্যা কমেছে শতকরা ১৫ ভাগ।
অন্যদিকে, গত এক দশকে ব্রিটেনে মুসলমানদের সংখ্যা বেড়েছে শতকরা ৭৫ ভাগ এবং অভিবাসী হয়ে দেশটিতে গেছে প্রায় ছয় লাখ মুসলিম।
যেখানে গড়ে ২৫ বছর বয়সী মুসলমানরাই ইসলাম ধর্ম পালন করে সবচেয়ে বেশি সেখানে ক্রিস্টানদের মধ্যে ৪৫ বছর বয়সের লোকজন বেশি ধর্ম পালন করে।
এদিকে, ব্রিটেনে নাস্তিকের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এ সংখ্যা গত এক দশকে বেড়েছে শতকরা ১০ ভাগ এবং ৬৪ লাখ ইংরেজ বলেছে- কোনো ধর্মে তাদের বিশ্বাস নেই।
ন্যাশনাল সেক্যুলার সোসাইটির নির্বাহী পরিচালক কিথ পোর্টিয়াস উড ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে বলেছেন, “ বিশেষ করে তরুণদের মধ্যে যে হারে খ্রিস্টানদের সংখ্যা কমে যাচ্ছে তা থামানো যাবে না।”