parbattanews

১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারী আটক

রামুর খুনিয়াপালং থেকে ১০ হাজার ইয়াবাসহ হামিদ হোসেন (৪০) নামের রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। বুধবার (৯ জুন) সন্ধ্যায় অভিযান চালানো হয়।

আটক ব্যক্তি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪, ব্লক জি-১-এ এর আবদুস সালামের ছেলে।  র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বৃহস্পতিবার (১০ জুন) সকালে এ সংবাদ জানিয়েছেন।

তিনি জানান, কতিপয় মাদক কারবারী খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ ভবনের সামনে পাকা রাস্তার উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে জেনে র‌্যাব-১৫ এর একটি চৌকস দল অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে হামিদ হোসেনকে আটক করে।

পরে তার সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা কিনে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের মামলা করা হয়েছে বলে জানান আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

Exit mobile version