১১ দফা দাবিতে খাগড়াছড়িতে পুলিশ সদস্যদের বিক্ষোভ সমাবেশ
‘পুলিশের সংস্কার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানে পুলিশ বাহিনীর সংস্কারের ১১ দফা দাবিতে ও সারাদেশে নিরীহ পুলিশদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকালে খাগড়াছড়ির পুলিশ লাইন্সে এ বিক্ষোভ মিছিল করা হয়। এতে অংশ নেন শত শত পুলিশ সদস্যরা।
এ সময় পুলিশ সদস্যরা অভিযোগ করেন, পুলিশ বাংলাদেশের জানমালের রক্ষা ও সার্বিক নিরাপত্তার জন্য কাজ করে আসছে। বাংলাদেশের কোন পুলিশ সবসময় দেশের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। সরকার পরিবর্তন হবে। পুলিশকে রাজনীতির বাহিরে রাখতে হবে, স্বাধীনভাবে কাজ করার জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে। কোন ধরনের রাজনীতিতে পুলিশকে না জড়ানোর জন্য জোরালো দাবি জানান তারা। সেই সাথে সারাদেশে হাজার হাজার নিরীহ পুলিশ সদস্যদের হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি এবং দ্রুত নির্বিচারে পুলিশের উপর নির্যাতন, হত্যা ও গুম বন্ধের দাবি জানান তারা।
এছাড়াও পুলিশের ১১ দফা দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয়া হয় এবং ১১ দফার দাবির দ্রুত বাস্তবায়ন করার জন্য আহ্বান জানানো হয়।