১৩০ পরিবারকে খাদ্য সহায়তা দিলো আলীকদম সেনা জোন

fec-image

করোানা মহামারিতে অসহায় ১৩০ পরিবারকে রবিবার (১১ জুলাই) আলীকদম সেনা জোনের উদ্যোগে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। খাদ্য সমাগ্রীর মাঝে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, আলু, পেঁয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মনজুরুল হাসান, পিবিজিএম, পিএসসি। এছাড়াও মেজর আলিফ রহমান, পিএসসি এবং ক্যাপ্টেন রেজ উপস্থিত ছিলেন ।

সংশ্লিষ্ট সূত্র জানান, গত ৩১ জুন হতে করোনার তৃতীয় ঢেউ শুরু হলে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার পাশাপাশি নিজেদের বরাদ্দকৃত রেশন থেকে খাবার বাঁচিয়ে কর্মহীন মানুষের মাঝে প্রদান অব্যাহত রেখেছে।

আলীকদম সেনা জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মনজুরুল হাসান, পিবিজিএম, পিএসসি বলেন, করোনা পরিস্থিতিতে সরকার প্রদত্ত বিধিনিষেধ অনুসরণে কার্যকরী ভূমিকা গ্রহণের পাশাপাশি সাধারণ জনগণের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহযোাগিতা প্রদান করছে। এ পরিস্থিতির উন্নতি না হওয়াা পর্যন্ত সেনাবাহিনীর এই সহায়তা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন