১৬ বছর পর কাউখালীতে জামায়াতের কর্মী সম্মেলন
দীর্ঘ ১৬ বছর পর রাঙামাটির কাউখালীতে কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখা।
শনিবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় ছিদ্দিক-ই আকবর (রাঃ) দাখিল মাদরাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডা. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী ও সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল আলীম। শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি এবিএম তোফায়েল উদ্দিন, রাঙ্গামাটি জেলা জামায়াতের প্রচার সম্পাদক এ্যাডভোকেট হারুনুর রশিদ। ছিদ্দিক-ই আকবর (রা.) দাখিল মাদরাসার সুপার মাওলা আব্দুর রাজ্জাক তালুকদার, সহ-সুপার হোসাইন ফারুকী, সাবেক ছত্রনেতা মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীম বলেন, দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি দূর করতে এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে জামায়াতে ইসলামী বিকল্প নেই।
তিনি বলেন, বিগত ১৬ বছর এমন কোন নির্যাতন নাই যা জামায়াতের উপর করা হয়নি। তবুও জামায়াত আল্লাহর উপর ভরসা করে তাদের কার্যক্রম চালিয়ে গেছে। তিনি মেধাবীদের কাজে লাগিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।