১৭ বছর মিটার ছাড়া অবৈধ বিদ্যুৎ সংযোগে চলেছে আওয়ামী লীগ অফিস


ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রায় সাড়ে ৭ মাস পর অবশেষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন পানছড়ি আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী বিভাগ।
১৪ মার্চ শুক্রবার দুপুরে মিটার রিডার ম্যান মিটার রিডিং সংগ্রহ করতে গেলে সেখানে কোনো মিটার না পেয়ে তাৎক্ষণিক বিষয়টি উপ সহকারী বাউবো প্রকৌশলী চঞ্চল মীর আলী ও লাইন ম্যানকে জানালে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।
পানছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উপ সহকারী প্রকৌশলী চঞ্চল মীর আলীর জানান, আওয়ামী লীগ অফিসের অবৈধ বিদ্যুৎ লাইন থেকে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ অফিসে দুই টনের ১টি এসি, ৫টি সিলিং ফ্যান, টিভি, ওয়াটার হিটারসহ নানাভাবে বিদ্যুৎ ব্যবহার হলেও গত ১৭ বছর মিটার ছিল না। এতে প্রতি মাসে ৫ হাজার টাকার বিদ্যুৎ খরচ হলেও সরকার প্রায় ১০ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে।
তিনি এ বিষয়ে মামলা করা হবে বলেও জানান। তবে পলাতক থাকায় কোনো আওয়ামী লীগ নেতার বক্তব্য পাওয়া যায়নি।