১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড, সূচি চূড়ান্ত

fec-image

বিশ্বকাপের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শেষে বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে চুড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে।

১০ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সর্বশেষ ২০১৩ সালের অক্টোবরে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড।

ওয়ানডে সিরিজ শেষে বিশ্বকাপ খেলতে ভারতে উড়াল দিবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বিশ্বকাপ শেষে টেস্ট সিরিজের জন্য ২১ নভেম্বর আবারো বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।

টেস্ট সিরিজ শুরুর আগে দু’দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এরপর ২৮ নভেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ৬ ডিসেম্বর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল। টেস্ট সিরিজের ভেন্যু আনুষ্ঠানিকভাবে এখনো চূড়ান্ত করেনি বিসিবি।

দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি :
১৭ সেপ্টেম্বর : ঢাকা পৌঁছাবে নিউজিল্যান্ড দল
২১ সেপ্টেম্বর : প্রথম ওয়ানডে, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম (দুপুর- ২টা)
২৩ সেপ্টেম্বর : দ্বিতীয় ওয়ানডে, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম (দুপুর ২টা)
২৬ সেপ্টেম্বর : তৃতীয় ওয়ানডে, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম (দুপুর ২টা)
২১ নভেম্বর : ঢাকায় আসবে নিউজিল্যান্ড টেস্ট দল।
২৩-২৪ নভেম্বর : দুই দিনের প্রস্তুতি ম্যাচ (ভেন্যু চূড়ান্ত হয়নি)
২৮ নভেম্বর-২ ডিসেম্বর : প্রথম টেস্ট (ভেন্যু চূড়ান্ত হয়নি)
৬-১০ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট (ভেন্যু চূড়ান্ত হয়নি)

সূত্র : বাসস

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রিকেট, নিউজিল্যান্ড, বাংলাদেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন