parbattanews

২০ এসএসসি পরীক্ষার্থীকে সিন্দুকছড়ি সেনা জোনের আর্থিক সহায়তা

গুইমারা প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার গুইমারা, মানিকছড়ি ও রামগড়ের পাতাছড়া উইনিয়নের সিন্দুকছড়ি, সেনা জোন কর্তৃক হতদরিদ্র পাহাড়ি-বাঙালি ২০ এসএসসি পরীক্ষার্থীকে আর্থিক সহায়তার মাধ্যমে ফরম ফিলাপের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার(৮ নভেম্বর) সকালে গুইমারা রিজিয়নের আওতাধীন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি  সেনা জোন কতৃক ২০ এসএসসি পরীক্ষার্থীকে এ সহযোগিতা প্রদান করে। এ সময় সংস্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, প্রতিষ্ঠান গুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গরীব অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা করার  জন্য সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা গুইমারাবাসীর পক্ষ থেকে সিন্দুকছড়ি  জোনকে অভিনন্দন জানিয়ে বলেন, সেনাপ্রশাসনের মত সকলকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে আসা উচিত।

সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব জানান ,সিন্দুকছড়ি জোন প্রতিষ্ঠালগ্ন থেকে পিছিয়ে পড়া জনগোষ্টিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি, শিক্ষা ক্ষেত্রে প্রসার সহ  মানব কল্যাণে অবদান রেখেছে । ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

Exit mobile version