করোনার টিকা ক্রয়ে সালমান গংয়ের দুর্নীতি
২২ হাজার কোটি টাকা আত্মসাতের সন্ধানে নামছে দুদক


সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো ফার্মা লিমিটেডের অন্যতম মালিক সালমান এফ রহমানের নেতৃত্বে সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে করোনার টিকা ক্রয়ে ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
সালমান এফ রহমানের সঙ্গে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) সাবেক চেয়ারম্যান মোদাচ্ছের আলী, তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেনসহ অনেক প্রভাবশালী করোনার টিকা কেনার দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে।
এসব অভিযোগ আমলে নিয়ে সালমান এফ রহমান গংয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
Facebook Comment