২৬ ম্যাচ পর হারলো লিভারপুল

প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেলো লিভারপুল। রোববার রাতে উত্তেজনাপূর্ণ ম্যাচে তাদের ৩-২ গোলে হারিয়েছে ঘরের মাঠের ফুলহ্যাম।

অথচ ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল লিভারপুলই। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার চমৎকার এক গোল করে দলকে এগিয়ে দেন।

যদিও ম্যাচের শুরুতেই একটি বিতর্কিত পেনাল্টির দাবি থেকে বেঁচে যায় তারা, যখন কাওইমহিন কেলেহার অ্যান্ড্রেয়াস পেরেইরাকে ফাউল করেন এবং ভার্জিল ফন ডাইক ফেলে দেন রদ্রিগো মুনিজকে। রেফারি ক্রিস কাভানাহ পেনাল্টির আবেদন নাকচ করেন।

এরপরই ঘটে ছন্দপতন। ২৩ মিনিটে কার্টিস জোনসের ব্যর্থ ক্লিয়ারেন্স থেকে ফুলহ্যামের রায়ান সেসেনিওন দুর্দান্ত এক ভলিতে গোল করে সমতায় ফেরান।

এর ৯ মিনিট পর অ্যান্ডি রবার্টসনের ভুলে আলেক্স ইওয়োবি গোল করেন, যা কেলেহারের গায়ে লেগে জালে প্রবেশ করে। ৩৭ মিনিটে মুনিজ দারুণ টাচ ও নিখুঁত ফিনিশিংয়ে ফুলহ্যামকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন।

৬৭ মিনিটে কনর ব্র্যাডলি বদলি হিসেবে মাঠে নেমে আক্রমণে গতি আনেন এবং পাঁচ মিনিট পর তার পাস থেকে লুইস ডিয়াজ গোল করে ব্যবধান কমান (৩-২)। শেষদিকে ভীষণ চেষ্টা করেও এরপর হার এড়াতে পারেনি লিভারপুল।

এই হারে লিভারপুল ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও তাদের পারফরম্যান্সে উদ্বিগ্ন হবেন কোচ আর্নে স্লট। এখন তাদের শিরোপা নিশ্চিত করতে বাকি সাত ম্যাচ থেকে ১১ পয়েন্ট প্রয়োজন।

অন্যদিকে, ফুলহ্যাম ৪৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে এবং পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে। এভাবে চললে তারা আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেতে পারে।

সাউদাম্পটনের অবনমন এদিকে টটেনহামের কাছে ৩-১ গোলে হেরে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে গেছে সাউদাম্পটন। ৩১ ম্যাচে এটি সাউদাম্পটনের ২৫তম হার। মাত্র ১০ পয়েন্টই পেয়েছে দলটি। সাত ম্যাচ হাতে থাকতেই চ্যাম্পিয়নশিপে অবনমিত হয়ে রেকর্ডও গড়ে ফেলেছে সাউদাম্পটন।

ঘটনাপ্রবাহ: প্রিমিয়ার লিগ, লিভারপুল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন