২৭ জুন বিয়ে করছেন তামিম ইকবাল
ক্রীড়া ডেস্ক, ঢাকা:
বন্ধু-সতীর্থ সাকিব আল হাসান বিয়ে করে ফেলেছেন। তিনি এখন `শ্বশুরালয়‘ যুক্তরাষ্ট্রেই আছেন স্ত্রীর সঙ্গে। তামিম ইকবালই বা পিছিয়ে থাকেন কেন! এবার জাতীয় দলের এই ওপেনারও সিদ্ধান্ত নিলেন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার। কণে তামিমের শহরেরই মেয়ে।
এ মাসেই তিনি তার নারী ভক্তদের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। আগামী ২৭ জুন আয়শা সিদ্দিকির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন জাতীয় দলের ড্যাশিং এই ওপেনার। দীর্ঘদিন প্রণয়ের পর অবশেষে তাদের সম্পর্ক চিরস্থায়ী হচ্ছে। গত মাসে দুবাই থেকে বিয়ে উপলক্ষে শপিংও করেছেন তামিম। উল্লেখ্য, এ বছরই সাকিব আল হাসান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
Facebook Comment