২ মাস বন্ধ থাকার পর ফের চালু কর্ণফুলী পেপার মিল

fec-image

দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাগজকল কর্ণফুলী পেপার মিল (কেপিএম) দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে পুনরায় কাগজ উৎপাদনে ফিরেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ) বিষয়টি নিশ্চিত করেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল হাকিম।

তিনি জানান, কাঁচামাল সংকটে গত ২০ জুলাই হতে প্রায় ২ মাস কেপিএম কাগজ উৎপাদন করা সম্ভব হয়নি। বুধবার রাতে সকল সংকট কাটিয়ে ফের মিলটি উৎপাদনে ফিরেছে।

কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক জানান, বুধবার রাত হতে কেপিএম আবারও কাগজ উৎপাদনে ফিরেছে। আমরা শ্রমিক কর্মচারী সকলের পক্ষ হতে শিল্প উপদেষ্টা, বিসিআইসি কর্তৃপক্ষ এবং কেপিএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশা করছি মিলটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

১৯৫৩ সালে ৪০০ একর জমিতে গড়ে উঠা এই কলে আশানুরূপ উৎপাদন না থাকায় দীর্ঘদিন ধরে লোকসান বয়ে যাচ্ছে। ১০০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরুকরা কেপিএমে অর্ধ শতাব্দী পর উৎপাদন নেমে এসেছে ৫-১০ মেট্রিক টনে। বাঁশ ও গাছের সহজলভ্যতার ওপর ভিত্তি করে গড়ে উঠা এই প্রতিষ্ঠানটি আমদানিকৃত পাল্পের ওপর নির্ভর করায় প্রায় বন্ধ থাকে মেশিনগুলো।

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর কেপিএম সিবিএর উদ্যোগে মিল চালু রাখার দাবিতে মিলের ১ নম্বর গেটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে কেপিএমের স্থায়ী ও অস্থায়ী শ্রমিক-কর্মচারী এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন