৩১ দফা প্রচারে মাঠে নেমেছে বিএনপি



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং বিএনপি নেতা ওয়াদুদ ভূইয়ার পক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের প্রচারণা ও লিফলেট বিলি করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর বিএনপি।
রবিবার (১২ অক্টোবর) বিকালের দিকে পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজলের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে পথচারী ও দোকানিদের মাঝে লিফলেট বিলি করেন।
এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, বাজার পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল আহমেদসহ পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে মন্তব্য করে মাটিরাঙ্গা পৌর বিএনপির শাহ জালাল কাজল বলেন, তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন হলে মানুষের ভোটধিকার প্রতিষ্ঠিত হবে। দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। জনগণ পরিবর্তন চায়বিএনপির ৩১ দফা কর্মসূচিই সেই পরিবর্তনের রূপরেখা। জনগণের অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে ওয়াদুদ ভুইয়ার পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির প্রচারণায় সাধারণ মানুষও আগ্রহভরে অংশ নেন এবং দলীয় কর্মসূচিতে সমর্থন জানান।

















