parbattanews

৩৩৩ নম্বরে ফোন পেয়ে খাবার পৌঁছে দিচ্ছেন নাইক্ষ্যংছড়ি ইউএনও

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চলমান লকডাউন ও সম্প্রতি প্রাকৃতিক দূর্যোগে পড়া অসহায়রা জাতীয় হেল্পলাইনের মাধ্যমে ফোন করে সরকারি সহায়তা নিচ্ছেন।

জাতীয় হেল্পলাইন ৩৩৩ এ ফোন করলেই এই সহায়তা পৌঁছে দিচ্ছেন নাইক্ষ্যংছড়ি ইউএনও সালমা ফেরদৌস।

শনিবার উপজেলা সদরের আদর্শগ্রাম এলাকায় তেমন একটি পরিবারের কাছে খাদ্য সহায়তা প্রদানকালে ইউএনও সালমা ইসলাম বলেন, দেশে একজন লোকও যাতে খাদ্য সংকটে না থাকে সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এই লক্ষে ফোন পাওয়া সাপেক্ষে যতদ্রুত সম্ভব খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন তিনি।

জানা গেছে, সদর ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার বাসিন্দা আবদুর রহমান গত তিনদিন ধরে খাদ্য সংকটে ভুগছিলেন। সম্প্রতি প্রশাসনের প্রচারনায় জাতীয় হেল্প লাইনের বিষয়টি জানতে পেরে ৩৩৩নম্বরে ফোন করেন। এর কয়েক ঘন্টার মধ্যেই খাদ্য সহায়তা নিয়ে বাড়িতে ছুটে আসেন ইউএনও নিজেই।

এসময় খাদ্য সামগ্রী পেয়ে আবদুর রহমান ও তার মা নুর নাহার বেগম ইউএনওর মাধ্যমে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

এই বিষয়ে ইউএনও সালমা ফেরদৌস বলেন, ডিজিটাল পদ্ধতির বিষয়ে মানুষ এখন অনেক সচেতন। ৩৩৩নাম্বারে ফোন করে খাদ্য সহায়তা চাওয়া মাত্রই তিনি খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন এবং আগামীতেও যারা এই সহায়তা প্রত্যাশী হবে দ্রুত তাদের সহায়তা প্রদান করার জন্য প্রস্তুতি রয়েছেন তাদের।

Exit mobile version