৩৯০ জন আনসার কারাগারে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আনসার বাহিনীর ৩৯০ জনকে পৃথক চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আজ সোমবার এ আদেশ দেন।
আনসার সদস্যদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকার আদালতে আজ সোমবার হাজির করা হয় এবং তাঁদের কারাগারে আটক রাখারও আবেদন করা হয়। আনসার সদস্যদের পক্ষে জামিন চাওয়া হলে তা না মঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং পরে আদালত থেকে তাঁদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
দায়ের করা পৃথক চারটি মামলায় শাহবাগ থানায় ১৯১ জন, রমনা থানায় ৯৮ জন, পল্টন থানায় ৯৫ জন এবং বিমানবন্দর থানায় ৬ জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত কয়েকদিন থেকেই আনসার সদস্যরা নিজেদের চাকরি জাতীয়করণে এবং সাথে আরও কিছু দাবি নিয়ে বিক্ষোভ করে আসছিল। যাতে সৃষ্টি হয় ব্যাপক যানজট। গতকাল রবিবার সকাল থেকে সচিবালয় ঘেরাও করে সচিবালয়ের কর্মকর্তা ও উপদেষ্টাসহ সবাইকে জোরপূর্বক অবরুদ্ধ করে নিজেদের দাবি আদায়ে এক পর্যায়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে। এতে রাষ্ট্রীয় কাজে বেঘাতসহ সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হয়। তাৎক্ষণিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সাথে সমন্বয়ক সারজিস ও হাসনাত বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর চড়াও হয়। এতে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আহত হয়।