৪৩ জন ডাক্তারের সহযোগিতায় বান্দরবানে চিকিৎসা পেল হাজারো মানুষ

৪৩ জন ডাক্তারের সহযোগিতায় বান্দরবানে বিনামূল্যে ফ্রি চিকিৎসা পেয়েছে হাজারো মানুষ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের ঈদগাঁ মাঠে বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বান্দরবান সেনা রিজিয়ন, জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক গাইনি, দন্ত, চর্ম, নাক-কান গলা চিকিৎসাসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন ও বিনামূল্যে রোগীদের বিভিন্ন ঔষধ প্রদান করেন।
এ সময় বান্দরবানের বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় রোগীরা উপস্থিত হয়ে চিকিৎসকদের কাছে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, ২০১৯ সাল থেকে বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করেছে আর এই সংগঠনের প্রায় ১৬০ জন স্বেচ্ছাসেবক নিয়মিত সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে।
এত সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ডাক্তাররা অত্যন্ত খুশি ও আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন।