৪৩ হাজার টাকার জাল নোটসহ রোহিঙ্গা তরুণ আটক

উখিয়ার শফিউল্লাকাটা ক্যাম্প থেকে ৪৩ হাজার টাকার জাল নোটসহ মোহাম্মদ সাকের (২১) নামের রোহিঙ্গা তরুণকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
সে উখিয়া কুতুপালং ১৮নং ক্যাম্পের আব্দুল করিমের ছেলে।
শনিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া শফিউল্লাকাটা ক্যাম্প-১৬ এর ব্লক-ডি/৫ থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।
তিনি জানান, ক্যাম্পে ছড়িয়ে দিতে জাল টাকাগুলো নিয়ে যাচ্ছিল মোহাম্মদ সাকের। সঠিক তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
আটক রোহিঙ্গার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: আটক, রোহিঙ্গা তরুণ
Facebook Comment