৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

fec-image

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (২৯ জুলাই) বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয় পিএসসি। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

এদিকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হতে পারে বলে জানা গেছে। আগামী ২৮ আগস্ট শুরু হওয়ার কথা ছিল এই পরীক্ষা। আজই এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পিএসসি, বিসিএস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন