parbattanews

৪৬৫ ক্যান বিয়ার ও ১০ বোতল মদসহ আটক-১

কক্সবাজার প্রতিনিধি:

টেকনাফের হোয়াইকং স্টেশনে মাদক ব্যবসায়ীরা বিয়ার ও মদ ক্রয়-বিক্রয়কালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের একটি অভিযানিক দল মেজর মো. রুহুল আমিন এর নেতৃত্বে ২১ ডিসেম্বর রাতে অভিযান পরিচালনা করে আসামি হোয়াইকং মাজার পাড়ার মৃত দিলদার আহমেদ এর পুত্র মো. আ. মান্নান (৩৪) কে আটক করে।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামির দোকানে তল্লাসী করে ৪৬৫ ক্যান বিয়ার ও ১০ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিয়ার ও মদের আনুমানিক মূল্য ২,৬৭,৪০০ (দুই লক্ষ সাতষট্টি হাজার চারশত) টাকা।

আসামিকে জিজ্ঞাসাবাদে জানায়, সে বিভিন্ন সময় কক্সবাজার এলাকার বিভিন্ন মাদক চক্রের সহযোগিতায় মাদক ক্রয়-বিক্রয় করে থাকে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর টেবিল ১০ (খ) ধারা মোতাবেক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version