parbattanews

৪ ক্যাম্পে ৮৬ ব্লকে ৯ হাজারের বেশি বসতি পুড়ে ছাই, নিহত-৫ 

আগুনে পুড়ছে রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে ৯হাজারের বেশি রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। শিশুসহ ৫ জনের মৃত্যুর খবর পাওয়ার গেলেও তাৎক্ষণিক তাদের পরিচয় মেলেনি। তবে বাড়তে পারে এ হতাহতের সংখ্যা।

এছাড়াও অসংখ্য এনজিও’র অফিস, হাসপাতাল, লানিং সেন্টার পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এসময় ক্যাম্পের ভিতরে স্থানীয়দের শতাধিক ৫ শতাধিক,  ১২শ বেশির ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন৷

সোমবার (২২ মার্চ) দুপুর  ২টার দিকে উখিয়ার বালুখালি ক্যাম্প- ৮-ই, ডব্লিউ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে রোহিঙ্গারা জানান৷

খবর পেয়ে সন্ধ্যায় সাড়ে ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এমনটি জানিয়েছেন ফায়ার সার্ভিসের উখিয়াথর ডিউটি অফিসার মিজানুর রহমান। সর্বশেষ রাত ১২টার দিকে নিয়ন্ত্রনে এসেছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে ক্যাম্প ৮, ৯,১০,১১ তে  ৯হাজারের বেশি বসতি পুড়ে গেছে। এতে ৩২ হাজার মানুষ ঘরছাড়া হয়েছে বলে নির্ভরসুত্রে নিশ্চিত করেছে।

ঘরছাড়া এসব রোহিঙ্গা রোহিঙ্গারা বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়, ঘুমধুম উচ্চ বিদ্যালয়, টিভি রিলে কেন্দ্র সংলগ্ন ট্রানজিট ক্যাম্প, কুতুপালং, লম্বাশিয়া, মধুরছড়া, ময়নাঘোনা, জামতলী, তাজনিমারখোলা, শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা বলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুপুরে আগুনের সূত্রপাত হয়েছে। কি পরিমাণ রোহিঙ্গা বসতি পুড়ে গেছে তা এখন বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

Exit mobile version