parbattanews

৫-১১ এপ্রিল লকডাউন: রাঙামাটিতে জরুরী সভা

বিশ্বব্যাপী মহামারী করোনা (কোভিড-১৯) প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে সারাদেশের ন্যায় রাঙামাটিতেও সোমবার (৫ এপ্রিল) ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ৭ দিনের লকডাউন ঘোষণা হয়েছে। এ নিয়ে রাঙামাটি জেলা প্রশাসন রোববার (৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের কার্যালয়ে এক জরুরী সভা করেছে।

সভায় জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফায় সারাদেশে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। লকডাউনে গণপরিবহন- বাস, ট্রেন, লঞ্চ, প্লেন চলাচল বন্ধ থাকবে।

তবে সরকারি-বেসরকারি অফিস-আদালত, জরুরী প্রয়োজনে সীমিত পরিসরে খোলা রাখা যাবে। শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। নির্দিষ্ট সময় খোলা থাকবে নিত্যপণ্যের দোকান। সরকারি নির্দেশনা মেনে করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিতেত্ব এসময় পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মামুন মিয়া, সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, রাঙামাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Exit mobile version