parbattanews

৬টি বাঙ্গালী সংগঠনের ডাকে রাঙামাটিতে প্রথমদিনের সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ চলছে

বব

স্টাফ রিপোর্টার:

বহুল বিতর্কিত পার্বত্য চট্টগ্রাম আন্তর্জাতিক কমিশন (সিএইচটি কমিশন) রাঙামাটি সফরের প্রতিবাদে ছয়টি বাঙালী ভিত্তিক আঞ্চলিক সংগঠন ডাকা দুদিনের অবরোধের প্রথম দিন শুরু হয়েছে। আজ শুক্রবার ভোর ৬টা থেকে অবরোধের সমর্থনে মাঠে নেমেছে ছয় বাঙালী সংগঠনের নেতাকর্মীরা।

অবরোধের কারণে জেলায় সড়ক ও নৌপথে আভ্যন্তরীন ও দুরপাল্লান সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বর্পূণ এলাকায় অবস্থান নিয়ে পিকেটিং করতে দেখা গেছে এসব বাঙালী সংঘঠনের নেতাকর্মীদের। তবে যে কোন নাশকতা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া রাঙামাটি জেলার ১০টি উপজেলায়ও শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত হচ্ছে বলে জানা গেছে।

রাঙামাটি শহরের মধ্যে সীমিত পর্যায়ে কিছু সিএনজি অটোরিক্সা চললেও আন্তঃজেলা পরিবহনের কোনো গাড়ি চলাচল করছে না। আন্তঃজেলা পরিবহণের সকল গাড়িকে শহরের প্রবেশ পথ মানিকছড়িতে আটকে রাখা হয়েছে। 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম আন্তর্জাতিক কমিশন (সিএইচটি কমিশন) রাঙামাটি সফরের প্রতিবাদে আঞ্চলিক ছয়টি বাঙালী ভিত্তিক সংগঠনের যৌথ উদ্যোগে গত বৃহষ্পতিবার বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে এসব সংগঠনের পক্ষে রাঙামাটি পার্বত্য জেলায় দু’দিনব্যাপী সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচী ঘোষণা দেন, পার্বত্য সম-অধিকার আন্দোলনের সভাপতি পেয়ার আহম্মেদ খাঁন। এ অবরোধ কর্মসূচিতে সমর্থন জানায়, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, সম-অধিকার ছাত্র আন্দোলন, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের নেতারা।

এদিকে একই দাবীতে আজ রাঙামাটিসহ খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ চলছে বলে জানা গেছে।

Exit mobile version