parbattanews

৬ দিনেও মামলা হয়নি নানিয়ারচরের ৬ খুনের: খুনীরা ধরা ছোঁয়ার বাইরে

নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ ) সহ-সভাপতি শক্তিমান চাকমাকে ৩ মে গুলি করে হত্যা এবং ৪ মে তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করতে খাগড়াছড়ি থেকে নানিয়ারচর আসার পথে ইউপিডিএফ গণতান্ত্রিক প্রধান তপন জ্যোতি চাকমা বর্মাসহ ৫ জনকে হত্যার ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

এমনকি পুলিশ এই আলোচিত হত্যাকাণ্ডের দায়ে এখন পর্যন্ত কাউকে গ্রেফতারও করতে পারেনি।

জেলার সার্বিক পরিস্থিতি এবং নানিয়ারচ হত্যাকাণ্ড নিয়ে সোমবার (৭মে) বিকেলে কথা হয় রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির এর সাথে। তিনি বলেন, বর্তমান জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নানিয়ারচর হত্যাকাণ্ডের মামলার অগ্রগতির ব্যাপারে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, মামলা যখন করা হবে তখন সবাইকে জানানো হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩মে) সকালে নিজ কার্যালয়ে যাওয়ার সময় দুবৃর্ত্তের গুলিতে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা নিহত হন। এসময় তার সাথে থাকা রুপম চাকমাও গুলিবিদ্ধ হয়।

অপরদিকে, শুক্রবার (৪মে) দুপুরে শক্তিমান চাকমার অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান করতে খাগড়াছড়ি থেকে আসার পথে ইউপিডিএফ গণতান্ত্রিক প্রধান তপন জ্যোতি চাকমা বর্মার গাড়ি বহরে একদল দুর্বৃত্ত নানিয়ারচর উপজেলার বেতছড়ি এলাকায় ব্রাশ ফায়ার করে হামলা চালালে ইউপিডিএফ গণতান্ত্রিক প্রধান বর্মা এবং তার সাথে থাকা তার দলের তিন নেতা এবং গাড়ীর ড্রাইভার নিহত হন। এসময় ঘটনাস্থলে আরও ৯জন গুলিবিদ্ধ হয়।

এদের মধ্যে চারনজনকে চট্টগ্রাম জরুরী ভিত্তিতে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকীদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইউপিডিএফ গণতান্ত্রিক এ হত্যাকান্ডের জন্য ইউপিডিএফ মূলকে দায়ী করেছে।

Exit mobile version