parbattanews

৭ জুন থেকে বরকলে অনির্দিষ্টকালের জন্য নৌপথ অবরোধ ও হাটবাজার বর্জন কর্মসূচির ডাক দিলো জেএসএস

স্টাফ রিপোর্টার:

আগামী ৭ জুন থেকে অনির্দিষ্ট কালের জন্য রাঙামাটির বরকল উপজেলার সকল নৌপথ অবরোধ ও ও হাটবাজার বর্জন কর্মসূচীর ঘোষণা দিয়েছে স্থানীয় জনসংহতি সমিতি। ইউপি নির্বাচনে সরকারী দলের কারচুপির অভিযোগ এনে এই কর্মসূচীর ডাক দেয়া হয়েছে।
জেএসএস সমর্থিত ৪ নং ভুষণছড়া ইউনিয়নের প্রার্থি দিলীপ কুমার চাকমার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ৫ জুন সকালে বরকল উপজেলা সদরে ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট বাতিল করে উক্ত কেন্দ্রে পুন:নির্বাচনের দাবিতে এলাকাবাসীর এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসংহতি সমিতির বরকল থানা কমিটির সভাপতি উৎপল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন ৪নং ভূষণছড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দীলিপ কুমার চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের বরকল শাখার সাংগঠনিক সম্পাদক লক্ষ্মী কুমার চাকমা।
সমাবেশ পরিচালনা করেন ইতিময় চাকমা। ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট বাতিল করে উক্ত কেন্দ্রে পুন:নির্বাচনের ঘোষণা করা না হলে আগামী ৭ জুন ২০১৬ থেকে অনিদিষ্টকালের জন্য নিন্মোক্ত কর্মসূচি গ্রহণ করা হবে: (১) বরকল উপজেলাধীন সকল হাট-বাজার বর্জন করা হবে। (২) সকল নৌপথ অবরোধ করা হবে।
জেএসএস সমর্থিত প্রার্থি দিলীপ কুমার চাকমা এই বিবৃতির সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য ৪ নং ভুষণছড়া ইউপিতে নির্বাচনে জয়ী হয়েছেন সরকার দলীয় প্রার্থি মামুনুর রশীদ মামুন।
Exit mobile version