৭ সদস্য বিশিষ্ট রাজস্থলী উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন
২১ আগস্ট অর্ন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস. এম. হুমায়ুন কবীর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়ে ৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
তারই প্রেক্ষিতে সরকারের প্রজ্ঞাপনের আলোকে রাঙামাটির রাজস্থলী উপজেলায় ৭ সদস্য বিশিষ্ট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র এর সাক্ষরিত এই স্মারকে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক (পদাধিকার বলে) উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র এবং সদস্য সচিব (পদাধিকার বলে) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা।
এছাড়া অ্যাডহক কমিটির বাকি ৫ সদস্য হলেন, ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি, রাজু আহম্মেদ ও হ্লাসিংমং মারমা, সর্বজন শ্রদ্ধেয় ক্রীড়ানুরাগী ক্যাটাগরিতে শামীম আহম্মেদ রুভেল, ক্রীড়া সংগঠক ও ছাত্র ক্যাটাগরিতে হলামংসিং মারমা এবং ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান।
পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত এই অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।