৭ সদস্য বিশিষ্ট রাজস্থলী উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

fec-image

২১ আগস্ট অর্ন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস. এম. হুমায়ুন কবীর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়ে ৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

তারই প্রেক্ষিতে সরকারের প্রজ্ঞাপনের আলোকে রাঙামাটির রাজস্থলী উপজেলায় ৭ সদস্য বিশিষ্ট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র এর সাক্ষরিত এই স্মারকে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক (পদাধিকার বলে) উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র এবং সদস্য সচিব (পদাধিকার বলে) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা।

এছাড়া অ্যাডহক কমিটির বাকি ৫ সদস্য হলেন, ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি, রাজু আহম্মেদ ও হ্লাসিংমং মারমা, সর্বজন শ্রদ্ধেয় ক্রীড়ানুরাগী ক্যাটাগরিতে শামীম আহম্মেদ রুভেল, ক্রীড়া সংগঠক ও ছাত্র ক্যাটাগরিতে হলামংসিং মারমা এবং ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান।

পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত এই অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন