parbattanews

৯ জুলাই নাটক নিয়ে ঢাকায় আসছেন অঞ্জন দত্ত

বিখ্যাত বেলাবোস ও রঞ্জনা, কাঞ্চনজংঘা, মালা’র মতো গান সৃষ্টি করে দুই বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছেন অঞ্জন দত্ত। তিনি  দুই বাংলার জনপ্রিয় গায়ক। শুধু গায়কই নন একাধারে  চলচ্চিত্র নির্মাতা, নাট্য নির্মাতা, অভিনেতা। এবার তিনি গান ও চলচ্চিত্র কোনটাই নয়, মঞ্চের নাটক নিয়ে ঢাকায় আসছেন।

৯ জুলাই (মঙ্গলবার) শিশু একাডেমী অডিটরিয়ামে নিজস্ব প্রোডাকশন হাউজ ‘অঞ্জন দত্ত প্রোডাকশন’-এর ব্যানারে প্রদর্শিত হবে অঞ্জন দত্তের ‘সেলসম্যানের সংসার’ নাটক। আর্থার মিলারের বিখ্যাত গল্প ‘ডেথ অব এ সেলসম্যান’ অবলম্বনে এ নাটকটির নাট্যরূপ, নির্দেশনা দিচ্ছেন তিনি নিজেই। অঞ্জন ভক্তদের জন্য আরো সুখবর হচ্ছে, নাটকটির একটি চরিত্রে অভিনয় করবেন তিনি নিজেই।

অভিনয় প্রসঙ্গে অঞ্জন দত্ত বলেন, “গানের জন্য এর আগে বাংলাদেশে বহুবার আসা হয়েছে। কিন্তু অভিনয় নিয়ে এবারই প্রথম।” নাটকটাকে কেন্দ্র করে অঞ্জন দত্তের নাট্যজীবন নিয়ে সাজ্জাদ হোসেনের লেখা বই পাওয়া যাবে, এমনটিও তিনি জানান। একইসাথে দুই হাজার টাকা মূল্যের টিকেটে বাড়তি পাওনা হিসেবে ভক্তরা সরাসরি তার গানও উপভোগ করতে পারবেন ।

Exit mobile version