parbattanews

অংসুইচিং মারমা রাজস্থলী উপজেলা ছাত্রলীগের সভাপতি পুনঃনির্বাচিত

রাঙামাটি প্রতিনিধি :

অংসুইচিং মারমা রাজস্থলী উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে পুন:নির্বাচিত হয়েছেন। এ পেিদ তিনজন প্রার্থী থাকলেও বাকি দুজন তাকে সমর্থন করায় তিনি বিনাপ্রদ্বন্ধিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর মধ্যে বনিবনা না হওয়ায় সে পদে জেলা কমিটি থেকে ঘোষণা দেয়ার সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা ছাত্রলীগের সমোমলনে এ সিদ্ধান্ত হয়।

এর আগে রাজস্থলী উপজেলা শাখা ছাত্রলীগের দ্বিবার্ষিকী সম্মেলন উৎসব মুখর পরিবেশে শুরু হয়। উপজেলা গণমিলনায়তনে উপজেলা ছাত্রলীগের সভাপতি অংসুইচিং মারমা বিজয় এর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহ এমরান রোকন।

এতে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক পুচিমং মারমা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পুলক বড়-য়া, রবার্ট ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম সাইদুল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিসেস লংবতি ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, জেলা ছাত্রলীগের যুগ্ন সাদারন সম্পাদক দেবাশিষ বড়ুয়া মনা, দপ্তর সম্পাদক নিপলব দাশ গুপ্ত, স্কুল বিষয়ক সম্পাদক প্রকাশ চাকমা, সহ প্রচার সম্পাদক রুবেল চৌধুরী, শিক্ষা পক্ষ বিষয়ক সম্পাদক শাহা নেওয়াজ সুমন, জেলা ছাত্র লীগের সদস্য রাজিবুর রহমান রাজিব, বাবু মারমা প্রমুখ।

সম্মেলনে ৩ ইউনিয়নের অর্ধ হাজার ছাত্র-ছাত্রীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে সম্মেলনের ২য় অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন এর কার্যক্রম শুরু করলে উপজেলা সভাপতি পদে ৩জন প্রার্থী হয়। তার মধ্যে ২ জন প্রার্থী সাবেক সভাপতি অংসুইচিং মারমা বিজয়কে সমর্থন করলে বিনা প্রতিদন্দিতায় সভাপতি নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে একই ইউনিয়নের ৩ জন প্রার্থী প্রতিদন্দিতা করেন। একে অপরকে সম্মত না দিলে জেলা কমিটি, রাঙামাটিতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।

Exit mobile version