অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন ভিক্ষু সংঘ পরিষদ

fec-image

বান্দরবানের থানচি উপজেলার সম্প্রতিকালের বলিবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ দোকান ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন বান্দরবানের থানচি উপজেলা বৌদ্ধ ভিক্ষু সংঘ পরিষদ পরিষদ।

রবিবার (২ নভেম্বর) ক্ষতিগ্রস্ত ১৩টি দোকানের  মালিকদের হাতে মোট  ৫১০০০ হাজার টাকা নগদ ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেয়া হয়েছে।

বলিবাজার নব নির্মিত জেলা পরিষদের বাজার সেট প্রাঙ্গনের এক কালীন অনুদান বিতরণ করেন বান্দরবানের থানচি উপজেলা বৌদ্ধ ভিক্ষু সংঘ পরিষদের সাধারণ সম্পাদক, করুনা শিশু সদনের পরিচালক ভদন্ত উ: গাইন্দামালা মহাথেরো।

ভদন্ত উ গাইন্দামালা মহাথেরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ বলে আসে না আগুন,পানির,বাতাস,প্রাকৃতি আবাহাওয়া অক্সিজেন  মানুষের সর্বদায় প্রয়োজনীয়তা রয়েছে।  এটি না থাকলে মানুষ ও পৃথিবীর সকল জীব বাঁচানো সম্ভব নয়।

একজনের অসাবধানতা কারনে সকলের ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ থেকে  ব্যবহারের সাবধানতা সতর্কতা রাখতে হবে সকলেরই। ব্যবহারের সাবধানতা সতর্কতা থাকলে কেবল প্রাকৃতি দুর্যোগ হতে রক্ষা পাবে অন্যথায় নয়।

অনুদান প্রদানের সময় উপস্থিত থেকে  রুমা উপজেলার অগ্রবংশ অনাথালয় পরিচালক,নিউজ পোর্টাল রু্মার বার্তা সম্পাদক ভদন্ত উ: নাইন্দিয়া মহাথেরো বলেন, ধর্ম যার যার মানবিকতা সবার, প্রাকৃতি দুর্যোগ, শিক্ষা ক্ষেত্রে অসহায় অনাথ শিক্ষার্থী, অসুস্থ নর-নারী, সমাজের অসহায়,গরীব,হত দরিদ্রদের পাশে পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ভিক্ষুরা ছিল, আছে,ভবিষ্যৎতে ও পাবেন। তবে সাধ্যনুসারে পাবেন। জগতের সকল প্রানী সূখে থাকার জন্য আমরা সর্বদায় কাজ করে যাচ্ছি।

এ সময় বলিপাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত উ: আচিংঙা ভিক্ষু, ক্যচু পাড়া বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ ভদন্ত উ: পইঞা ওয়াইসা মহাথেরো,মংনাই পাড়া বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ গুনা বংশ মহাথেরো উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২৫ অক্টোবর মধ্যরাতে বলিবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ দোকান পুরে ছাই হয়ে যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, থানচি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন