parbattanews

দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর ঢেউটিন প্রদান

দীঘিনালায় আগুনে পুড়ে যাওয়া দুটি পরিবারকে বসতঘর নির্মাণের জন্য সেনাবাহিনীর উদ্যোগে ঢেউটিন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জারুলছড়ি সেনা ক্যাম্প কমান্ডার এবং চংড়াছড়ি সেনা ক্যাম্প কমান্ডার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন।

জানা যায়, উপজেলার মেরুং ইউনিয়নের ধন্য চরণ কার্বারি পাড়া গ্রামের রবিন কুমার চাকমা (৩০) এবং বাবুছড়া ইউনিয়নের, রবিচন্দ্র কার্বারি পাড়ার ইন্দ্রসেন চাকমার (২৮) বসতঘর আগুনে পুড়ে যায়। পরে পুড়ে যাওয়া দুটি অসহায় হতদরিদ্র পরিবারের গৃহ নির্মাণের জন্য দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে চংড়াছড়ি সেনা ক্যাম্প এবং জারুলছড়ি সেনা ক্যাম্পের ব্যবস্থাপনায়, দুই বান করে টিন প্রদান করা হয়।

গৃহ নির্মাণের জন্য টিন পেয়ে রবিন কুমার চাকমা এবং ইন্দ্রসেন চাকমা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা এবং পুনর্বাসনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞতা পোষণ করছি। আমরা এই অনুদান পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।

Exit mobile version